ওসমানীনগর প্রতিনিধি:বৃটেনের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বার্মিংহাম দি ব্রিটিশ মুসলিম স্কুল থেকে কৃতিত্বের সাথে হিফজ সম্পন্ন করেছে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজ আহমদ । সম্প্রতি বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে স্কুলের হিফজ সম্পন্নকারী মিনহাজকে সফেদ পাগড়িসহ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
দি বৃটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লন্ডন ব্রিকলেন জামে মসজিদের খতীব শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম। এ সময় বৃটেনের বিশিষ্ট আলেম-উলামাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিনহাজ সিলেটের মিরের ময়দানের অর্ণব -৮ এর মরহুম চাঁন মিয়ার নাতী । সে বাংলাদেশী বংশোদ্ভূত ওয়েস্টোন সুপার মেয়ার বাসিন্দা আব্দুস সালাম শফিক ও জেসমিনের বড় ছেলে। মিনহাজের গর্বিত মা-বাবাও খুশি ছেলেকে কোরআনে হাফিজ বানাতে পেরে। তারা জানান, মিনহাজ জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি পড়ে হিফজ সম্পন্ন করছে। ছেলে যেনো সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম হয়ে ইসলামের পথে চলতে পারে এবং আগামীতে বড় আলেম হিসেবে নিজেকে তৈরি করতে পারে সবার কাছে এই দোয়া চান তারা।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com