সংবাদ বিজ্ঞপ্তিঃ হিউম্যান রাইট’স স্টুডেন্ট কাউন্সিল বাংলাদেশ এর সিলেট জেলা ও মহানগর এ আসলো নতুন নেতৃত্ব। গতকাল ৪ ঘটিকার সময় হিউম্যান রাইটস স্টুডেন্ট কাউন্সিল বাংলাদেশ এর অফিসিয়াল পেইজে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাসানুর রহমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ-সম্পাদক মো: এহতেশাম কর্তৃক সাক্ষরিত প্যাড এ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা শাখার কমিটিতে সাহেল আহমেদ সভাপতি ও শেখ জোমান কোরেশি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত প্যাড এ অর্ণব চক্রবর্তী ও নাফিসা আলম চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিলেট মহানগর শাখার কমিটিতে আরাফাত রাহমান সভাপতি ও মো: রাহাত হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত প্যাড এ মো: জাহিদ হাসান ও হুমায়রা ফারিয়াকে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
হিউম্যান রাইট’স স্টুডেন্ট কাউন্সিল বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যোগাযোগ করলে উনারা জানান, উক্ত কমিটিতে সকল দেশের জন্য ত্যাগী ও মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় কর্মীদের মুল্যায়ন করা হয়েছে, উনারা আশা রাখছেন নতুন নেতৃত্বের হাত ধরে সিলেটের প্রত্যেক প্রান্তে হিউম্যান রাইট’স স্টুডেন্ট কাউন্সিল বাংলাদেশ এর কার্যক্রম বিস্তার পাবে। অবশেষে উনারা নতুন নেতৃত্বে আসা সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com