প্লাস্টিক বোতলে সারা বছর পুদিনা পাতার চাষ সম্ভব


admin প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন /
প্লাস্টিক বোতলে সারা বছর পুদিনা পাতার চাষ সম্ভব

সিবিভি: প্লাস্টিক বোতলে সারা বছর পুদিনা পাতার চাষ সম্ভব।যা যা লাগবে: দুই টি বড় সাইজের খালি প্লাস্টিক বোতল (যেমন ৫ লিটার সাইজের)

কিছু পুদিনা শক্ত কাটিং (যেটাতে গোঁড়া বা ডাঁটা আছে)

কিছু জৈব সার মিশ্রিত মাটি

একটি চাকু বা কাটার

প্রস্তুত প্রণালী:

বোতল কেটে নেওয়া:
বোতলের নিচের দিক থেকে ৩-৪ ইঞ্চি কেটে ফেলতে হবে, যেন বোতলের ভেতরে মাটি ঢোকানো যায়। অন্য টির উপরে দিকের অংশ কেটে নিতে হবে।

বোতল সেটিং:
যে বোতলের নিচের দিক থেকে কেটা হয়েছে ঐ বোতল উল্টো করে অন্য বোতলের ভিতরে বসিয়ে দিতে হবে। ছবির মত।

মাটি ভরাট করা:
বোতলের নিচে ছোট পাথর বা ইটের টুকরো দিয়ে তারপর এর উপর মাটি দিয়ে ভরাট করতে হবে।

পুদিনার কাটিং রোপণ:
এখন মাটির মধ্যে পুদিনা ডাঁটা ঢুকিয়ে দ দিতে হবে। অনেক সময় পুদিনা পাতার কাটিং শুকিয়ে যায় এ ক্ষেত্রে কিছুটা হলুদের সাথে কিছুটা পানি মিশিয়ে কাটিংয়ের উপরে লাগিয়ে দিতে হবে।

পানি দেওয়া:
নিয়মিত পানি দিতে হবে, তবে যেন পানিতে আটকে না থাকে।

সূর্যের আলো:
বোতলটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ আসে, তবে বেশি রোদ না পরে।

সুবিধা:

বোতলের ভেতর মাটির আর্দ্রতা ধরে রাখে।

ছোট জায়গাতেও সহজে চাষ করা যায়।

অতিরিক্ত পানিতে নিচের বোতলে জমা হয়।

চাইলেই বারান্দা বা রান্নাঘরের পাশে রেখে দিতে পারো।

২-৩ সপ্তাহেই নতুন পাতা গজানো শুরু করবে।

সূত্র: কৃষি বার্তা