শিরোনাম: বই, কলমে: ইব্রাহিম আলী
বইযে আমার সঙ্গি সাথী
বই হলো মোর সই
মাথায় যখন প্রশ্ন আসে
জবাব তাতেই লই।।
চোখ বুলাই বই’র পাতায়
মনটা যখন ভারি
রাখবো পাশে হাহুতাশে
বাড়ি কিংবা গাড়ি।
শূন্য যখন মনটি আমার
বইয়ের মাঝে প্রাণ
আপন জনের মতো হয়ে
খোঁজি তাতে ঘ্রাণ।
পড়তে হবে জ্ঞান অর্জনে
সাগর দিয়ে পাড়ি
বই কিনতে লাগে না তো
টাকা কাড়ি কাড়ি।
জ্ঞান বাড়াতে সব বেলাতে
পড়তে হবে বই,
বই’ যে হলো সফল হবার
বিশাল বড় মই।
যখন তখন খোঁজি তাকে
বইতে দেই ডুব
বইযে আমার পরম আপন
বইকে পড়ি খুব।
ভ্রমণ কালে সুযোগ পেলে
একা যখন রই ,
মনটা ভালো করতে তখন
বন্ধু থাকে বই।
গুণীজনের গুণের কথা
বইয়ের মাঝে পাই
তইতো ভাবি বইটি সবই
বইকে আমার চাই।।
আপনার মতামত লিখুন :