শিরোনাম: মানব বিবেক
লেখক: শাহানা বেগম।
চারিদিকে ঘটছে কেবল
এত অনাসৃষ্টি,
লোপ পেয়েছে মানব বিবেক
বেড়েছে লোভী দৃষ্টি।।
অন্যায়ের মাধ্যমে অনেকে
বড় হতে চায়,
মানসিক শান্তি তারা
নিশ্চয় হারায়।।
ধান্দায় থাকে কীভাবে হবে
টাকা কাড়ি কাড়ি???
অপরাধের পাল্লা তাই
নিত্য হয় ভারী।।।
মিথ্যার মধ্যে খুঁজে তারা
অনাবিল আনন্দ,
হারিয়ে ফেলে পরম সত্য
জীবনের ছন্দ।।
সংসারে যাদের জন্য
হয় এই লুটেরা,
দুঃসময়ের ভাগীদার
হতে চায় না তারা।।
তবু তাদের বিবেক কেন
হয় না জাগ্রত,
অন্যায় আর অপরাধ তারা
করছে অবিরত।।
সম্পদ আহরণ করো
থেকে সৎ পথে,
সকল কাজে পাবে তৃপ্তি
ঘুমাবে শান্তিতে।।
স্বেচ্ছায় নিজেকে যদি
না পারো শোধরাতে,
মনে রেখো শেষ বিদায়ে
সম্পদ যাবে না সাথে।
লেখক শাহানা বেগম, সহকারী প্রধান শিক্ষক অব: সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট।
আপনার মতামত লিখুন :