কবি লুৎফুর রহমান চৌধুরী’র লিখা কবিতা “ধরনীর বুকে”


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন /
কবি লুৎফুর রহমান চৌধুরী’র লিখা কবিতা “ধরনীর বুকে”

কবিতা: ধরণীর বুকে

জীবন যেন ধরণীর বুকে এক রহস্যজনক ঘুড়ি
কখনো উড়ে বাতাসে,কখনো বা থমকে দাঁড়ায়,
ঝড়ের তাণ্ডবে ছিন্নবিচ্ছিন্ন হয় গুছানো পাণ্ডুলিপি
কখনো বা লাশ হয়ে পড়ে থাকে খাটের উপর
সুখের বোঝাই নিয়ে সামনে অগ্রসর যাওয়া তরী
ডুবে যায় রাক্ষসী ঢেউয়ে!

ক্লান্ত মন শান্ত পাখির মত ডানা মেলে ফিরে আসে
পাহাড় সমান একবুক যন্ত্রণা নিয়ে ছোট্ট নীড়ে
গুছিয়ে রাখা জীবনটা দেউলিয়া হয়ে যায়,
চার দেয়ালে থাকা ক্ষত চিহ্নগুলো মুচকি হাসে
নিজের সব অনুভূতি দরজা ভেঙে পালিয়ে যায়
দূর থেকে বহুদূরে অজানা এক শহরে।

মাঝে মাঝে দেখা যায় ধারালো করাতের চিহ্ন
গুপ্ত হৃদয়ের গভীর দেয়ালে!
বিষন্নতা ঘিরে ফেলে সূক্ষ্ম চিন্তার মজবুত কপাট
লাল গালিচায় জমে থাকে দুর্গন্ধ যুক্ত সলিল
কাপের পেয়ালা থেকে বেরিয়ে আসে বিষের ধোঁয়া
তখন জীবনের পাচীর কালো রং ধারণ করে।

লেখক: লুৎফুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য