লুৎফুর রহমান চৌধুরী এর লিখা কবিতা”জনসমুদ্রে”


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন /
লুৎফুর রহমান চৌধুরী এর লিখা কবিতা”জনসমুদ্রে”

কবিতা: জনসমুদ্রে

উদক ভরা কলসীটা লুকিয়ে রাখতে চাইনি
ঢেলে দিতে চেয়েছিলাম জনসমুদ্রে,
যাতে নীরটুকু ছুঁতে পারে অতল মনের সাগর
কিছুতেই তা আর হয়ে উঠেনি !
হিংসুক সময় তখন বাধা হয়ে দাঁড়ায় সামনে
এলোপাথাড়ি ভাবে আঘাত করতে লাগে
ইস্পাতের তৈরি ধারালো ছুরি দিয়ে,
কসাইয়ের তাণ্ডব দেখে হতবাক হয়ে যাই,
অম্বু স্রোতের মত রক্তে ভাসে পিচঢালা পথ।

কি হতে গিয়ে হয়ে গেল,নির্ঘুম চোখের সামনে
হিংস্র প্রাণীর থাবায় ধ্বসে পড়লো অমূল্য পাহাড়
হাত পেতে ভিক্ষা চেয়ে বাঁচাতে পারলো না,
খুন্তী দিয়ে আবার আঘাত করতে শুরু করলো
চিৎকার করে কেঁদে কারো সাড়া মেলেনি,
একখণ্ড পাথর নিয়ে চলছে আগুনের খেলা
জল ভরা পাত্র ভাসছে দয়াহীন পারাবার দিকে
ন্যায়-নীতি বেড়াচ্ছে ব্যর্থতার রুমাল মুখে দিয়ে
গা বেয়ে আষাঢ়ের মত নামছে নেত্রবারি।

লেখক: লুৎফুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য