শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট এর লিখা কবিতা ” যে ফুল এখনো ফুটেনি”


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন /
শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট এর লিখা কবিতা ” যে ফুল এখনো ফুটেনি”

কবিতা: যে ফুল এখনো ফুটেনি

সন্ধ্যাকাশে এখন আর
আগেরমত সন্ধ্যাতারাগুলি ফুটে উঠে
আলো ছডায়না,
কি এক গুমোট ভাব।
সূর্য আগেরমত আর কিরণ দেয়না,
কি এক গুমোট ভাব।
সবুজ শ্যামলিমায় আগেরমত মানুষের কোলাহল নেই, যেনা আবছা এক অন্ধকার,
হাসি নেই আনন্দ নেই,
কি এক গুমোট ভাব।
স্বজন হারানো ব্যথা বেদনা কান্না, চিৎকার,
ধ্বনিত হচ্ছে সবুজ নিলিমায়।
কি এক গুমোট ভাব।
কত মা বোনের কান্না,
বিধবা বোনের বুকফাটা চিৎকার।
সাদা কাপড়ে মোটা সারি সারি লাশ
আমি মুক্তিযোদ্ধা,
স্বাধীনতা কি আমার আ’জনমের পাপ।
আবারোও সেই একাত্তের হায়ান,
অস্ত্র হাতে, পুলিশ মারে
জনতা মারে, ছাত্র মারে।
লুটপাট, হত্যা, নির্যাতন- নিপীড়ন
বাড়িঘর জ্বালায়,
একাত্তরে দালাল।
সবুজের দেশে আগেরমত আর
হাসি নেই, আনন্দ নেই- কোলাহল নেই,
শুধু কান্না আর কান্না,
যে কান্নার শেষ নেই।
রাতের তারাগুলি যেনো মলিন,
রোপালী চাঁদ ও আগেরমত আলো ছড়ায়না,
কি এক গুমোট ভাব।
মুক্তি চাই।
মুক্তি,
বীর বাঙ্গালী অস্ত্র ধরো
লাল সবুজের পতাকা মনে রেখো।

লেখক: শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট,
লন্ডন