সিলেট বিডি ভিউ: বৃটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠণ রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের পক্ষ থেকে সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ,সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল ও অর্থ সম্পাদক তোয়াহা মোস্তফা এক বিবৃতিতে বৃটিশ বাংলাদেশী কবি ও গ্রন্থকার আলিফ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ।
কবি আলিফ উদ্দিন আজ ভোরে যুক্তরাজ্যের হালের কেসল হিলের একটি হাসপাতালে Cancer রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।তিনি রেনেসাঁ সাহিত্য মজলিসের সাবেক ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক ছিলেন ।তিনি বহু কাব্যগ্রন্থ ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন ।বিশ্ব নবীর জীবনী লিখেছেন ।সিলেট মুসলিম সাহিত্য সংসদ সহ বিভিন্ন সাহিত্য সংস্থার সাথে জড়িত ছিলেন ।
কবি আলিফ উদ্দিনের জন্ম ১৯৬৫ সালে নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ।তিনি স্ত্রী ,তিন পুত্র ,দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
কবি আলিফ উদ্দিন ও কবি মুকুল চৌধুরীর মৃত্যুতে আগামী ১৯ মে সোমবার বিকাল ৭ টায় রেনেসাঁর পক্ষ থেকে ভেলেন্স রোডের উডেহাম সেন্টারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।সবাইকে এ সভায় যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com