কবিতা: বহুযুগ ধরে
বহুযুগ ধরে চেটে পেটে খেয়েছিস্ দেহখানি
ওরে ও মুখোশ পড়া রাক্ষসের দল
এবার তোরা শান্ত হো,আর কিছু নেই এ দেহে
উলঙ্গ করে দিয়েছিস সারা অঙ্গখানি
কেড়ে নিয়েছিস্ ঢেকে রাখা বসন!
দু'নদীর জল শুকিয়ে গেছে চিরতরের জন্য
তোদের মত বুনো হাঁসের কামড়ে কামড়ে
ক্ষতবিক্ষত হয়েছে লজ্জাজনক স্থান,
এখন শুধু গলায় ঝুলছে দুর্নামের মালা।
জমিনের সবুজ দোপাট্টা নিয়ে লেখা করিস্ না
দোপাট্টার নিচে অনেক কষ্টের সাজানো সংসার
সর্বত্র কেড়ে নিয়ে কি তোদের শান্তি মেলেনি?
যা ছিল সবই তো টেনে টেনে নিয়েছিস্,
বিনীত অনুরোধ করে বলছি তোদের
ওরে ও কুলাঙ্গার কুচক্রী মহল,
তোরা কপালে থাকা লাল টিপটি তুলে নিস্ না!
তোদের পায়েরপৃষ্টে দামী জিনিস নষ্ট হয়ে যাবে
ওই লাল বৃত্তের ভেতর জীবনের গল্প লুকালো।
লেখক: লুৎফুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com